ইসলামের দাওয়াত নিলেন শাকিব খান
মেহেদী হাসান কনক
চলচ্চিত্র জগতের মানুষদের নিয়ে অনেক নেতিবাচক ধারনা রয়েছে আম জনতার মধ্যে। তবে সেসব ছাপিয়ে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে এবার দেখা গেল ইসলামের দাওয়াতে নিতে।
সম্প্রতি মুফতি উসামার সঙ্গে দেখা করে ইসলামের দাওয়াত নিয়েছেন শাকিব। কিছুক্ষণ বসে তারা ধর্মীয় আলাপও করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মুফতি উসামার সাথে শাকিব খানের অনেক আগে থেকেই যোগাযোগ রয়েছে। ধর্মীয় যে কোনো ব্যাপারে রাজধানী ধানমন্ডির তাকওয়া মসজিদের ইমাম উসামার পরামর্শ নিতেন শাকিব।
ওই হুজুরকে সঙ্গে নিয়ে শাকিব খান ২০১৬ সালে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন।
দেশসেরা এই নায়কের ঘনিষ্ঠজন জানায়, রূপালি পর্দার নায়ক হিসেবে শাকিব যেমন হোক না কেন, বাস্তব জীবনে তিনি ভীষণ ধর্মভীরু।
তিনি নামাজ আদায় করেন, রোজা পালন করেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ দেন। এর আগে পবিত্র মক্কা নগরী থেকে হজ্জও আদায় করেছেন।
গেল বছরের ডিসেম্বরে ক্রিকেটার সাকিব আল হাসান, শাহরিয়ার নাফিস, চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল সহ অন্য ক্রিকেটারদের সাথে ওমরাহ পালন করতে দেখা গিয়েছিলেন মুফতি উসামাকে।
একাধিকবার দেখা গেছে, মুফতি উসামা শোবিজ ও ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে ইসলামদের দাওয়াত দিয়ে থাকেন। এবার সেই হলো যোগ হলো শাকিব খানের নাম।