শার্শা রঘুনাথপুর সিমান্তে পরিত্যক্ত অবস্থায় ৬ মণ গাঁজা উদ্ধার
মীর ফারুক শার্শা(যশোর) প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর সিমান্তে অভিযান চালিয়ে ৬ মণ গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা ২৭ ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরের পর শার্শা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর সিমান্তে পরিত্যক্ত অবস্থায় ৬ মণ ভারতীয় গাঁজা উদ্ধার করে বিজিবি সদস্যরা,অভিযানে গাঁজা উদ্ধার করলেও এঘটনায় কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারে নাই বিজিবি সদস্যরা। আটকৃত গাঁজার আনুমানিক মুল্য ৩ লাখ ২২ হাজার টাকা। ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হক বলেন গোপন সংবাদ পায় বিপুল পরিমান ভারতীয় গাঁজা রঘুনাথপুর সিমান্তে দিয়ে বাংলাদেশ প্রবেশ করছে,বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৬ মণ ভারতীয় গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে,মাদক পাচারকারীরা বিজিবির সদস্যদের উপস্তিতি টের পেয়ে গাঁজা ফেলে পালিয়ে যায়।তিনি আরো বলেন উদ্ধার হওয়া গাঁজা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে, মাদক আইনে একটি মামলা বেনাপোল পোর্ট থানায় রুজু হয়েছে।