প্রথমবারের মতো নারী সেনা নিয়োগ দিচ্ছে সৌদি আরব
সৌদি নারীদের বিষয়ে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চমকে দিচ্ছে সৌদি সরকার। এবার দেশটির সেনাবাহিনীতে নারীদের অংশগ্রহণে অনুমোদন দিয়েছে সৌদি প্রশাসন। বিবিসি জানিয়েছে, এ বছর মার্চের ১ তারিখের মধ্যে সেনাবাহিনীর সৈনিক পদে নারীরা আবেদন করতে পারবেন।ওই নারীরা রিয়াদ, জেদ্দা, মক্কা, আল-কুসাইম এবং মদীনায় কর্মরত থাকবেন। সে ক্ষেত্রে অবশ্য ১২ টি শর্তও জুড়ে দেওয়া হয়েছে। সৌদি আরবের সেনাবাহিনীতে যোগ দিতে হলে ওই নারীকে সে দেশের নাগরিক হতে হবে। পরিবারের অনুমতি থাকতে হবে। প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে নারীদের বসবাসের সুবিধার জন্য কোন তাদের নিয়োগ হবে বাবা, ভাই অথবা স্বামীর বাসস্থলের কাছেই। এছাড়া অন্তত উচ্চ বিদ্যালয় পাস হতে হবে। সৌদি আরবের বাইরের কাউকে বিয়ে করলে আবেদন করা যাবে না। কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকা যাবে না। সরকারি কোনো চাকরি এমনকি সেনা সংক্রান্ত কোনো প্রশিক্ষণ বা কাজে অতীতে অংশ নিয়ে থাকলে তাকে বাদ দেওয়া হবে। প্রাথমিকভাবে উত্তীর্ণ হলে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এদিকে সৌদি আরবের বাদশা সালমান গতবছর জুনে নারীদের গাড়ি চালানোর ঘোষণা দেন। এবং এ বছরের জানুয়ারিতে নারীদের ফুটবল খেলা দেখার অনুমোদনের সাথে সাথে বোরকা পরা শিথিলের পাশাপাশি সিনেমাহলে যাওয়া এবং ব্যবসা প্রতিষ্ঠানে কাজে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন সৌদি সরকার।