কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি।
দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি।
লিফলেট বিতরণ করার সময় সরকারের বিভিন্ন কাজের সমালোচনার পাশাপাশি খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
দুই পৃষ্ঠার এই লিফলেটের শিরোনাম করা হয়েছে 'শেখ হাসিনার ১৫ হাজার কোটি টাকার দুর্নীতি মামলা খারিজ বনাম উদ্দশ্যপ্রণোদিত ভিত্তিহীন মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড'। এতে সরকারের নানা সমালোচনার পাশাপাশি খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে তার বিভিন্ন কথাও তুলে ধরা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও এতে স্থান পেয়েছে। দলের এই শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে সাফল্যের প্রত্যাশাও ব্যক্ত করেন নেতারা।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে এগারোই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের জন্য ডিএমপি'র কাছে আবারো অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে পথচারীদের হাতে লিফলেট তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
একতরফা নির্বাচন করতে চায় বলেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার মামলা-হামলা করছে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই দেশব্যাপী দুর্নীতির রাজত্ব করে চলেছে।
এসময় তিনি বলেন, দলের চেয়ারপারসনের মুক্তির এই শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিএনপিকে দুর্নীতিবাজ দল বলায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, বিএনপি নেত্রীর মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে বরিশাল নগরীর সদর রোডে লিফলেট বিতরণ শুরু করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে প্রচারপত্র বিলি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী নাগরিকদের মাঝে লিফলেট বিতরণ করেন দলের নেতা-কর্মীরা।
এছাড়াও খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুন্সীগঞ্জ, কুমিল্লা, বগুড়া, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করেন বিএনপি নেতাকর্মীরা।