যশোরের বেনাপোল সীমান্তে ১০ পিস সোনার বার সহ একজন আটক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি :
ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত ১০ পিস সোনার বারসহ মনিরুল ইসলাম (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)সদস্যরা।
শুক্রবার (০২ মার্চ) বিকেল ৪টার দিকে সীমান্তের পুটখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম বেনাপোলের পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সোনার বড় একটি চালান পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে, এমন সংবাদে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে মনিরুলকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে তার দেহ তল্লাশি করে ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৩৪০ গ্রাম ও বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
২১ বিজিবি কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল তারিকুল হাকিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌপদ্য করা হয়েছ ও উদ্ধারকৃত সোনার বার বেনাপোল কাষ্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।