নির্মূল কমিটির নিন্দা জাফর ইকবালের উপর হামলায়
বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. জাফর ইকবালের উপর মৌলবাদী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার।
এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন ড. জাফর ইকবালের উপর হামলার উদ্দেশ্যই হল মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ড. জাফর ইকবাল মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখার জন্যে যে ভূমিকা পালন করে যাচ্ছেন তা স্বাধীনতা বিরোধী, মৌলবাদী ও ধর্ম ব্যবসায়ীদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না বলেই এহেন পরিকল্পিত ঘৃণ্য হামলা।
বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী, তাদের সহযোগী ও এই হামলা পরিকল্পনাকারীদের দ্রুত এবং কঠোর শাস্তি দাবী জানানো হয়। একইসঙ্গে তার দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি দেশে ও প্রবাসে স্বাধীনতা বিরোধী ও মৌলবাদীদের বিরুদ্ধে সক্রিয় ও সোচ্চার হবার জন্য সবাইকে আহ্বান করা হয়।