জাফর ইকবালের উপর হামলার সময় নিরাপত্তার কোনো ত্রুটি ছিল না ,ত্রুটি থাকলে হামলাকারী ধরা পরতো না
ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার সময় নিরাপত্তার কোনো ত্রুটি ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, নিরাপত্তার ত্রুটি থাকলে হামলাকারী ধরা পরতো না।
রোববার সকালে রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন: এখন পর্যন্ত যা জানা গেছে হামলাকারী বিশ্ববিদ্যালয়ের পাশেই থাকতো আর কম্পিউটারের দোকানে কাজ করতো। অসুস্থ থাকার কারণে সে জবানবন্দী দিতে পারেনি। তার চিকিৎসা চলছে। জবানবন্দী দিলে তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।
বিচার না হওয়ার জন্যই আনসারুল্লাহ বাংলা টিমের এই সেল চলমান রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: একটা ঘটনা ছাড়া বাকিগুলোর চার্জশিট হয়েছে। এসব ঘটনায় সুষ্ঠু বিচার চলছে।
দীর্ঘদিন ধরেই মৌলবাদীদের হুমকির মধ্যে থাকা ড. জাফর ইকবালের উপর শনিবার বিকেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। শাবিপ্রবিতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে পেছন থেকে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এক ব্যক্তি।
আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ৬টার পরপরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।
তার শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত উল্লেখ করে চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসার খাতিরে আরও কিছুদিন তাকে হাসপাতালে রাখা হবে। চিকিৎসকরা বলছেন: জাফর ইকবাল বর্তমানে সম্পূর্ণ সজ্ঞান, সচেতন এবং এবং শঙ্কামুক্ত অবস্থায় আছেন। এখন পর্যন্ত করা পরীক্ষায় দেখা গেছে তার মানসিক অবস্থাও স্বাভাবিক।