চেষ্টা করলে অসাধ্যকে সাধ্যে পরিণিত করা সম্ভব- এমপি আব্দুল এমপি
তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-১ আসনের সংসদ সদস্য-৩৬ আব্দুল মান্নান এমপি বলেন, “৯৬’র নির্বাচন থেকে অদ্যবধী সাল পর্যন্ত যে চরে ঘোড়ার গাড়ী ছাড়া কোন যান্ত্রিক যান চলাচল করতে পারেনি, সেখানে পিকআপ গাড়ী সহ আমার গাড়ী বহর নিরাপদে জনসভাস্থলে পৌঁছেছে! এখানে নির্দীধায় বলা যায়, চেষ্টা করলে অসাধ্যকে সাধ্যে পরিণিত করা সম্ভব। এছাড়া নব-নির্বাচিত চেয়ারম্যান হিসাবে শওকত আলী যে কাজটি করেছে ইতিহাসে এটি একটি নজীরবিহীন ঘটনা। যা যুগযুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।”
রবিবার বেলা দুই ঘটিকায় সারিয়াকান্দির বিরামের পাঁচগাছি ঈদগাহ্ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ চর চালুয়াবাড়ী ইউনিয়ন ও মানিকদাইড় সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় চর চালুয়াড়ী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শওকত আলীকে উদ্দেশ্য করে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এসময় তিনি চালুয়াবাড়ী জামে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ল কল্পে ৫লক্ষ টাকার অনুদান সহ চর এলাকায় যেন শুকনা মৌসুমে সব ধরণের যানচলাচলের উপযোগী রাস্তা নির্মাণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া বার কাউন্সিলের সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক দুুলু।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনসার আলী, যুগ্ম-সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, যুবলীগের সভাপতি আইয়ুব তরফদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ হিমু, যুবলীগের সাধারন সম্পাদক আশিক আহমেদ, কৃষকলীগের আহ্বায়ক সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, চালুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মানিকদাইড় সাংগঠনিক ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইদুর রহমান মন্ডল।
জনসভায় আগত অতিথিদের দুপুরে খাবারের ব্যবস্থার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।