বিদ্যুৎ সমস্যা সমাধানে চলতি বছরে জাতীয় গ্রীডে আরো ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ করা হবে জানিয়েছে বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সোমবার টাঙ্গাইলের সখিপুর আবাসিক মহিলা অনার্স কলেজ মেধাভিত্তক ছাত্রী সংসদের আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, আগামীতে যদি আমরা আবার একটি ভুল করি নৌকা মার্কায় ভোট না দিয়ে নির্বাচিত করতে না পারি তাহলে দেশ পাকিস্তানের অংশে পরিণত হবে। উন্নয়নের ধারা বজায় রাখতে হলে নৌকা মার্কাকে জয়ী করতে হবে। পরে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ভোগান্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এবছর গরম একটু আগেই চলে এসেছে এবং একই সাথে ইরিগ্রেশন শুরু হওয়ায় কিছুটা বিদ্যুৎ এর সমস্যা হচ্ছে। তবে এক মাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে তিনি আশ্বস্থ করেছেন। প্রি-পেইড গ্রাহক ভোগান্তির বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে দুই কোটি প্রি-পেইড মিটারের চাহিদা রয়েছে। আমরা কেবল মাত্র এটি বিতরণ শুরু করেছি। যেখানে যেখানে সমস্যা দেখা দিয়েছে তা সমাধান করা হচ্ছে। তারপরেও কোন গ্রাহক যদি ভোগান্তি প্রতিকার না পান তাহলে লিখিত অভিযোগ জানালে প্রতিকার করা হবে।
এ অনুষ্ঠানে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ.আরাফাত অধ্যাপক জাফর ইকবালের হামলার প্রসঙ্গে বলেন, দেশ যখন মুক্তিযোদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে তখন একটি চক্র মৌলবাদী মতবাদকে পৃষ্ঠপোষকতা করে প্রগতিশীল মতবাদের উপর নানা ভাবে আক্রমণ চালাচ্ছে। দেশ, মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতাকে রুখে দিতেই এ জঘণ্য আক্রমণ। তাই তরুণ সমাজকে অপশক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
স্থানীয় সংসদ সদস্য অনুপম শাজাহান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন ও ন্যাশনাল ক্যাডেট কোরের শুভেচ্চা দূত রাশেক রহমান প্রমুখ।