পাটকল বন্ধের শর্তে বিশ্বব্যাংক থেকে বিএনপি-জামাত জোট সরকার অর্থ নিয়ে পাটশিল্পকে ধ্বংস করতে চেয়েছিল: শেখ হাসিনা
পাটকল বন্ধের শর্তে বিশ্বব্যাংক থেকে বিএনপি-জামাত জোট সরকার অর্থ নিয়ে পাটশিল্পকে ধ্বংস করতে চেয়েছিল এ তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার বন্ধ পাটকলগুলো চালু করছে।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পাটজাত পণ্য রপ্তানি করে অন্যান্য শিল্পের মতো পাটশিল্প থেকেও প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে পাটের তৈরি শাড়ি পড়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজে পাটের পণ্য ব্যবহারের কথা জানিয়ে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী পাটপণ্য ব্যবহার করতে সবাইকে উৎসাহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, পাটশিল্পকে বিএনপি সম্পূর্ণ ধ্বংস করে দিতে চেয়েছিলো আর তাই ক্ষমতায় থাকাকালীন তারা পাটকলগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেয়।
পাটকল বন্ধের শর্তে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছিলো তারা বলে জানান শেখ হাসিনা।
আওয়ামী লীগ সরকার পাটকল চালু করতে নানা পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
অন্যান্য শিল্পের মতো পাটশিল্প থেকেও প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।