LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ বৃহস্পতিবার| ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিস্ময় জাগিয়ে রেকর্ডের সামনে



টেস্ট খেলেন না দীর্ঘদিন, টি-টুয়েন্টিও ছেড়েছেন, ওয়ানডে আসে বিরতি দিয়ে দিয়ে; নিজেকে ফিট রাখাই তো চ্যালেঞ্জের! সেই চ্যালেঞ্জ উতরে মাঠের পারফরম্যান্সেও দুর্দান্ত প্রদর্শনী। বোলারটির চোটের ইতিহাস আর বয়সের সংখ্যাটা জানলে শুরুতে খানিকটা বিস্মিতই হতে হয়! কিন্তু পারফর্মারের নামটা যখন মাশরাফী, তখন ঘোরও কেটে যায় দ্রুতই। টাইগারদের ওয়ানডে অধিনায়ক সেই ঘোর কাটিয়ে আবার নতুন ঘোরে মোহাবিষ্ট করে চলেছেন বল হাতে ঝড় তুলে। মঙ্গলবার টানা চার বলে উইকেট নিয়ে করেছেন ডাবল হ্যাটট্রিকও।

লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারি আবু হায়দার রনি। গত মৌসুমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে নিয়েছিলেন ১৬ ম্যাচে ৩৫ উইকেট। এবার তাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় মাশরাফী বিন মোর্ত্তজা। আবাহনীর জার্সিতে খেলা এই পেসার চলতি মৌসুমে ৮ ম্যাচেই তুলে নিয়েছেন ২৫ উইকেট!

মাশরাফীর দল আবাহনী সুপার লিগ নিশ্চিত করে ফেলায় ম্যাচ পাওয়া যাবে আরও আটটি। ওই আট ম্যাচে ১১ উইকেট নিলেই নতুন রেকর্ডে নাম লেখাবেন তিনি।

যেভাবে উইকেট পাচ্ছেন তাতে আবু হায়দারকে টপকে যেতে হয়ত লিগের শেষপর্যন্ত অপেক্ষা করতে হবে না মাশরাফীকে। নামের পাশে কত উইকেট নিয়ে লিগ শেষ করেন, সেটি দেখার জন্যই এখন যত কৌতূহল। এদিন ‘ডাবল হ্যাটট্রিক’সহ ৬ উইকেট তুলে নিয়ে কৌতূহলটা আরও বাড়িয়েছেন। ফতুল্লায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে পরপর দুই ওভারে দুই উইকেট নিয়েছিলেন। শেষ ওভারে টানা চার বলে ৪ উইকেট তুলে বিস্ময়ই জাগালেন অল্পগতিতে বল করে চলা এই পেসার।

সোমবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন সেরে সংবাদকর্মীদের সঙ্গে আড্ডা জমান মাশরাফী। সেখানে কথা হয় প্রিমিয়ার লিগ নিয়েও। ৭ ম্যাচে ১৯ উইকেট তখন নামের পাশে। এভাবে মুড়ি-মুড়কির মতো উইকেট আর কবে পেয়েছেন মনে আছে? মাশরাফীর উত্তর, ‘সত্যি কথা বলতে আন্তর্জাতিক ম্যাচ ছাড়া উইকেট মনে রাখা হয় না সেভাবে। জাতীয় দলের খেলা থাকে, পুরো লিগ তো খেলাও হয় না। তবে প্রিমিয়ার লিগ খুব উপভোগ করি, এটা সত্যি।’

এবার অবশ্য পুরো লিগ খেলা হবে ওয়ানডে অধিনায়কের। মনে রাখার মতো পারফরম্যান্স লিগের মাঝপথেই করে ফেলেছেন। বাকিটা রাঙিয়ে ৩৪ বছর বয়সে এসে নতুনভাবে নিজেকে চেনানোর পালা!

প্রিমিয়ার লিগের শুরুতেই মাশরাফীর বোলিংয়ের ধার দেখে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ফেরানোর চেষ্টা করেছিল বিসিবি। না ফেরায় আফসোস বেড়েই চলেছে বোর্ড কর্তাদের। এমন বোলার থাকতেও তাকে পাওয়া যাচ্ছে না দলে! ফেরানো গেলে এখন থাকতেন শ্রীলঙ্কায় জাতীয় দলের সঙ্গে। জাতীয় দলের সঙ্গে না থেকেও সব আলো কেড়ে নিচ্ছেন। মাশরাফীর জয় তো এখানেই!

শুধু মাশরাফী কেন, এবারের লিগে দাপট দেখিয়ে যাচ্ছেন অন্য পেসাররাও। মরা উইকেটে গতির ঝড় তুলতে না পারলেও মাথা খাটিয়ে বল করে উইকেট তুলছেন অভিজ্ঞ ও তরুণরা। লিগে এখন পর্যন্ত সেরা পাঁচ বোলারের চারজনই পেসার।

মাশরাফীর পরই আছেন কাজী অনিক। মোহামেডানের হয়ে খেলা অনূর্ধ্ব-১৯ দলের এ বাঁহাতি পেসার ৮ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। মঙ্গলবার মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নেন ৪ উইকেট। সাত ম্যাচে ১৭ উইকেট নিয়ে তৃতীয় স্থানে লিজেন্ডস অব রূপগঞ্জের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল।

আর ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের অভিজ্ঞ পেসার ফরহাদ রেজা চতুর্থ অবস্থানে। পঞ্চম স্থানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পেসার দেলোয়ার হোসেন। আট ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট।


1