রোহিঙ্গা ক্যাম্পে বৃহস্পতিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের মধ্যে গোলাগুলি
কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে বৃহস্পতিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের মধ্যে গোলাগুলিতে একজন মারা গেছেন। নিহত হোসেন আলী (৩২) ওরফে বাইল্লা ক্যাম্পের বাসিন্দা প্রয়াত বাছা আলীর ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, সকাল ৬টার দিক উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ায় শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে হোসেন আলী ডাকাত নিহত হন। পরে খবর পেয়ে তার নেতৃত্বে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় নয়াপাড়া আনসার ক্যাম্প থেকে অস্ত্র লুট মামলার অন্যতম আসামি নুরুল আলম ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায়।
তিনি বলেন, নিহত ব্যক্তি দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত সর্দার আবদুল হাকিমের প্রধান সহযোগী। এ ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, আবদু রাজ্জাক ও আবদুস সালাম।
তিনি আরো বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের নিয়ে পাহাড়ে অভিযান পরিচালনা করা হবে।