বাকেরগঞ্জে তাৎক্ষণিকভাবে ৫০ টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান
উত্তম কুমার
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ১০নং গারুড়িয়া ইউনিয়নে সকাল ৯:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে স্পট মিটারিং কার্যক্রম শুরু হয়ে তাৎক্ষণিকভাবে অত্র ইউনিয়নের ৫০টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। গারুড়িয়া ইউনিয়নে বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় বাকেরগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের অংশ হিসাবে স্পট মিটারিং এর আয়োজন করা হয়। স্পটে গ্রাহক আবেদন করে স্পটে মিটার লাগানোর ব্যবস্থা করা হয়। এতে গ্রাহকদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান এ.এস.এম জুলফিকার হায়দার, বাকেরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সঞ্জয় রায়, এজিএম কম এ.কে.এম আলাউদ্দিন, জুনিয়র ইঞ্জি: মো: কামরুজ্জামান, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সেলিম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পর্যায়ক্রমে বাকেরগঞ্জে ১৪টি ইউনিয়নেই স্পটিং বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হবে।