অনুমোদন না থাকায় বামন্দীর নিউ সনো ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর গাংনী উপজেলার বামন্দীতে নিউ সনো ডায়াগনষ্টিক ও ফিজিওথেরাপি সেন্টার কোন অনুমোদন না থাকায় প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। বুধুবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার এম সজিব উদ্দীন স্বাধীন উপস্থিত ছিলেন। এসময় ডায়াগনষ্টিক সেন্টারের মালিক কামাল হোসেন আত্মগোপনে ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল ইসলাম জানান, মেডিক্যাল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি(নিয়ন্ত্রণ) অধ্যাদেশ এর ৮ ও ১৩ ধারা অনুযায়ী এই প্রতিষ্ঠানটি কোন লাইসেন্স না থাকায় সিলগালা করে দেওয়া হয়েছে।পরে বামন্দী বাজারে গোলাম বেকারিতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশও উৎপাদিক বিস্কিটে মেয়াদ না থাকায় ভোক্তা অধিকার ও সংরক্ষন আইনে ১৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দিয়েছেন একই আদালত।