আরেকটু বেশি অনুশীলন করে বোলিং অলরাউন্ডার হওয়ার স্বপ্ন দেখছেন তাসকিন
নিধাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগেরদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাসকিন নিজের এই ইচ্ছার কথা জানান।
লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের প্রসঙ্গ উঠলে তাসকিন বলেন, ‘নেটে বোলারদেরও ব্যাটিং দেয়া হয়। কিন্তু উন্নতি করতে হলে নিজে থেকে একটু অতিরিক্ত অনুশীলন করা দরকার। আমরা সেটা মাঝেমধ্যে করি। আমার ইচ্ছা ভবিষ্যতে আমি একজন বোলিং অলরাউন্ডার হবো।’
হাথুরুসিংহে থাকা অবস্থায় সেই সাউথ আফ্রিকা সিরিজ থেকে খারাপ সময়ের চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। একেকটি ম্যাচের পর একেক রকমের যুক্তি, অজুহাত আসে দলের কর্মকর্তা কিংবা খেলোয়াড়দের কাছ থেকে। এ থেকে মুক্তির উপায় কী? এমন প্রশ্নে তাসকিনও কিছুটা অসহায়ত্ব প্রকাশ করলেন।
‘সত্যি কথা বলতে সব সময়ের ব্যাপার। আমরা শেষ কয়েকটি সিরিজ খারাপ খেলেছি। এর আগের কথা চিন্তা করলে ওয়ানডেতে আমরা ভালো খেলেছি। টি-টুয়েন্টির কথা বললে এশিয়া কাপ বা আরো কয়েকটি সিরিজে ভালো খেলেছি। শেষ কয়েকটা ম্যাচ খারাপ হওয়ার কারণে জিনিসটা চোখে পড়ছে বেশি। শেখার শেষ নাই। আমরা যত বেশি খেলব, তত বেশি শিখব। এটাই আশা। আমরা অনুশীলন করছি। কষ্ট করছি। এটার ফলাফল সামনে আসবে বলে আমার বিশ্বাস।’