ইউএস বাংলা এয়ারলাইন্সের ৭৮ আসনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে
নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে সোমবার বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সের ৭৮ আসনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
ত্রিভুবন আর্ন্তজাতিক বিমান বন্দরে এ দুর্ঘটনায় আহত অবস্থায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নেপালের পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব। উড়োজাহাজ দুর্ঘটনায় বঅনেকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
এভিয়েশন সূত্র জানিয়েছে, আজ (সোমবার) ঢাকা থেকে ছেড়ে গেলে স্থানীয় সময় দুপুর ২টার দিকে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং এর পরেই এতে আগুন ধরে যায়। বিমানবন্দরের উদ্ধারকর্মী, ফায়ার ব্রিগেড এবং নেপাল সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। কী কারণে এই বিমান দুর্ঘটনা হয়েছে, তাৎক্ষিণকভাবে তা কেউ বলতে পারছেন না।