জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার চার মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চার মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
রায়ের দিন থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন।
গতকাল (রোববার) এ নিয়ে শুনানির সময় আদালতে নথি এসে না পৌঁছানোয় আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য্য করা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে, রোববার দুপুরে বিচারিক আদালত থেকে নথি হাইকোর্টে নিয়ে আসা হয়। নথি যেহেতু পৌছে গেছে তাই এখন জামিনের বিষয়ে আদেশ দিতে আর সময়ক্ষেপণ হবে না বলে জানান খালেদা জিয়ার আইনজীবীরা।
উচ্চ আদালতে রোববার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। সকালে বিষয়টি আদালতের সামনে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন উপস্থান করলে হাইকোর্ট বিচারিক আদালত থেকে রায়ের মূল নথি পাঠানোর ১৫ দিনের সময় শেষ হয়নি এই কারণ দেখিয়ে আদেশের দিন পিছিয়ে সোমবার ধার্য করা হয়।
পরে দুপুরে বিচারিক আদালত থেকে এই মামলার ৫ হাজার ৩৭৩ পৃষ্ঠার নথি উচ্চ আদালতে নিয়ে আসা হয়। এরপর নিয়ম অনুসারে এখন হাইকোর্টের সংশ্লিষ্ট সেকশনে নথি জমা করা হয়।
সম্পূর্ণ রাজনৈতিক কারণেই নথি আসতে এতো দেরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, যেহেতু এখন নথি পৌছে গেছে তাই এখন জামিনের বিষয়ে আদেশ দিতে আর সময়ক্ষেপণ হবে না।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাঁচ বছরের দণ্ড নিয়ে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে ৮ ফেব্রুয়ারি থেকে কারাভোগ করছেন।