মুন্সীগঞ্জের আব্দুল্লাপুরে টেকসই উন্নায়ন লক্ষ্যমাএা অর্জনও জনগণের প্রাত্যাশা ওর্য়াড সভা।
রুবেল মাদবর,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
গতকাল রবিবার আব্দুল্লাপুর ইউনিয়নে টেকসই উন্নয়ন করার লক্ষে আব্দুল্লাপুর ৪,৫,৬,ওর্য়াড এর গরিব দুখী মানুষের মাঝে তিনজনকে সেলাইমেসিন দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ,উপ-পরিচালক স্থানীয় সরকার শাখা মুন্সীগঞ্জ,আবু সালেহ্ মোহাম্মদ মহিউদ্দিন খান।বিশেষ অতিথি, সহকারি ভুমি করর্মতা টংগীবাড়ি মুন্সীগঞ্জ, মো কাবিরুল ইসলাম খান।প্রকল্প বাস্তবায়ন কর্মকতা টংগীবাড়ি,মো: আরিফুল ইসলাম। ওসি এল এস ডি টংগীবাড়ি ,মো:জাহাগীর আলম। উক্ত অনুষ্ঠনে সভাপতিত¦ করেন, চেয়ারম্যান আব্দুল্লাপুর ইউনিয়ন মো:আব্দুর রহিম।স্ঞ্চালনায় ছিলেন ,তানিয়া ইসলাম,বক্তাদের বক্তবে বলেন, টেকসই উন্নয়নের আমাদের এগিয়ে আসতে হবে। প্রধান মন্তী শেখ হাসিনা আমাদের দেশকে অনেক উন্নয়ন করেছেন। আপনারা জানেন আমাদের বাংলাদেশের অর্থায়নে পদ্মা সেতু হইতেছে।আমাদের দেশ ২০৪১সালে আরো উন্নত দেশ হবে।সন্তাস ,মাদক ,নির্মূল করতে হবে আমাদের।আমাদের ছেলে বা মেয়রা কোথায় যায় কি করে স্কুল কলেজ ফাকি দেয় কিনা সেখানে নজর রাখতে হবে। যাতে তারা মাদক থেকে দুরে থাকে। আরো উপস্থিত ছিলেন, ইউনিয়নের মেম্বারর সহ এলাকার গ্যণমাণ্য ব্যাতিবগ্য প্রমুখ।