বিধ্বস্ত বিমানে ছিলেন শ্রীপুরের দুই দম্পতি
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
নেপালে বিধ্বস্ত বিমানের যাত্রী ছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের দুই পরিবারের ৫ জন,এর মধ্যে এফ এইচ প্রিয়ক ওরফে ফারুক আহম্মেদ (৩২),তার স্ত্রী আলমুন নাহার এ্যানী (২৫),শিশু কন্যা তামাররা প্রিয়ক (৩),মেহেদী হাসান মাসুম (২৭),তার স্ত্রী সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা (২৩)।
প্রিয়ক নগর হাওলা গ্রামের মৃত সরাফত আলীর এক মাত্র সন্তান। মাসুম একই গ্রামের তোফাজ্জল হোসেনের এক মাত্র সন্তান।
দুই পরিবারের দুই দম্পতী ১২ মার্চ দুপুর ১১ টার দিকে নেপালের উদ্ধেশ্যে বাড়ি থেকে বের হন।
মাসুমের বাবা তোফাজ্জল বলেন,রাত ৮ টার দিকে মাসুম বাড়ির মোবাইল ফোনে ফোন করে তিন জনের কথা জানিয়েছে,মাসুম,এ্যানী, স্বর্ণা ভালো আছে,প্রিয়ক আর তামাররা য়কের কোনো খবর পওয়া যাচ্ছেনা।
এদিকে নেপালে অবস্থানরত বাংলাদেশী নাগরিক আশিক রেজা হাসপাতালে গিয়ে জানান,গাজীপুরে শ্রীপুর ৫ জনের মধ্যে ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে।