শ্রীপুরে অবৈধ গ্যাস উচ্ছেদ অভিযান”৩ জনের নামে মামলা
টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সঞ্চালন লাইন থেকে অবৈধভাবে আবাসিক লাইনে গ্যাস সরবরাহের অভিযোগে সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালিয়ে ২ কিলোমিটার পাইপ লাইন তুলে ফেলেছে তিতাস গ্যাস, গাজীপুর ও ভালুকা তিতাস গ্যাস কতৃপক্ষ।
বুধবার (১৪ মার্চ) সকাল ১১টা থেকে শ্রীপুর উপজেলার কেওয়া বাজার হইতে উত্তর আনসার টেপির বাড়ি রোড সামিটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ও টেপিরবাড়ি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
স্থানীয়দের দেয়া তথ্য মতে উক্ত উপজেলার এলাকায় স্থানীয় দালাল চক্র মোটা অংকের অর্থের বিনিময়ে এলাকায় অবৈধ গ্যাস সরবরাহ করেন।
ফলে তৎসংলগ্ন এলাকায় শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সরবরাহ কমে গিয়ে উৎপাদন ব্যাহত হচ্ছিল।
এ বিষয়ে তিতাস গ্যাস গাজীপুর জোনের জেনারেল ম্যানেজার এস.এম আব্দুল ওয়াদুদ জানান, পুরো শ্রীপুরে প্রায় ১০০ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন তৈরি করা হয়েছে যাতে সরকারের প্রতিমাসে লোকসান হচ্ছে কোটি টাকার উপরে। আর এ সুযোগে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা-কর্মী,প্রশাসন ও এক শ্রেণীর অসাধু চক্র হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। গাজীপুর জোনের ম্যানেজার সাব্বের আহমেদ চৌধুরী বলেন আমরা চারটি স্পট সনাক্ত করে অভিযান পরিচালনা করছি। ভালুকা জোনের ম্যানেজার সাহাবুদ্দিন বলেন,আজ এখানে প্রায় দুই কিলোমিার জায়গার মধ্যে ২৫০ টির বেশি বাসাতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
জেলা প্রশাসক ড.হুমায়ুন কবির এর নির্দেশে উক্ত অভিযান পরিচালনা কালে ম্যাজিস্টেটের দায়িত্ব পালন করেন ইশতিয়াক আহম্মেদ গাজীপুর জেলা, তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠানের সঞ্চালন লাইন থেকে উক্ত অবৈধ সংযোগ দেয়ায় উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে।পর্যায়ক্রমে এই অভিযান অব্যহত রেখে সকল অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হবে। এসময় ভ্রাম্যমান আদালত তিন জনকে জরিমানা করে মামলা দেন,এরা হলেন সামিটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ম্যানেজার রুকুনুজ্জামান (৪৫)কে ১ লক্ষ টাকা,উপজেলার টেপিরবাড়ি গ্রামের শামসুদ্দীনের মেয়ে হাফিজা বেগম (৩২) কে ৩০হাজার টাকা এবং আবু সাঈদের ছেলে হোটেল মালিক নাঈম (২২)কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান কালে কাউকে আটক করা হয়নি ।