ছাতকে দীর্ঘ ৬বছর পর আপন ঠিকানায় আয়কর অফিস
ছাতক প্রতিনিধি,
ছাতকে দীর্ঘ ৬বছর পর আপন ঠিকানা খোঁজে পেয়েছে সিলেট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয় সার্কেল-২০ (ছাতক-দোয়ারাবাজার) অফিসের। ১মার্চ থেকে শহরের লাল মসজিদের পাশে এলাকায় মতিন ভিউ কমপ্লেক্সের ২য় তলায় এর কার্যক্রম শুরু করা হয়েছে। ফলে এখন থেকে ছাতক ও দোয়ারাবাজার উপজেলাবাসিকে সুনামগঞ্জ জেলা শহরে গিয়ে আর আয়কর দিতে হচ্ছেনা। জানা যায়, সিলেট কর অঞ্চলের অধিনে সুনামগঞ্জ কর অফিসের মাধ্যমে জেলার সবগুলো উপজেলার আয়কর আদায় করা হতো। একপযায়ে কর আদায়ের সুবিধার্থে ২০১২সালের ১জানুয়ারি থেকে সুনামগঞ্জকে ১৮, ১৯ ও ২০নং সার্কেলে ভাগ করে আয়কর আদায়ের কার্যক্র শুরু হয়। ১৮নং সার্কেলে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দিরাই, শাল্লা, ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর। ১৯নং সার্কেলে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ ও ২০নং সার্কেলে ছাতক ও দোয়ারাবাজারের আয়কর আদায় করা হচ্ছে। কিন্তু দীর্ঘ ৬বছর পর ২০সার্কেল শহরে নতুন কার্যক্রম শুরু করেছে। এব্যাপারে ছাতক-দোয়ারাবাজার উপ-কর কমিশনার সা’আদ উল্লাহ জানান, এখন থেকে দু’উপজেলাবাসিকে আয়কর আদায়ে আর জেলা শহরে যেতে হচ্ছেনা। এখানেই তাদের আয়কর পরিশোধ করতে পারবেন।