ওয়ানডে স্ট্যাটাস পেল নেপাল
বৃহস্পতিবার দিনটি নেপাল ক্রিকেটের ইতিহাসে সাফল্যের স্বীকৃতি নিয়ে এসেছে। ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে এদিন পাপুয়া নিউগিনিকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে হিমালয়ের দেশটি। সঙ্গে প্রথমবারের মত ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে নেপাল।
একইদিনে নেদারল্যান্ডসের কাছে হেরেছে হংকং। দলটির এই হারেই পথ খুলে যায় নেপালের সামনে। ওয়ানডে স্ট্যাটাসে পাপুয়া নিউগিনি ও হংকংয়ের হয়েছে অবনমন। এদুই দলকে এখন খেলতে হবে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন-২তে। চার বছর আগে বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ পায় তারা।
অনেক বাধা-বিপত্তি পেরিয়ে ওয়ানডে স্ট্যাটাস পেল নেপাল। আইসিসির নিষেধাজ্ঞা ছিল দেশটির ক্রিকেট বোর্ডের উপর। কিন্তু খেলোয়াড়দের একের পর এক সাফল্যের কারণে নেপালকে ওয়ানডে স্ট্যাটাস দিতেই হল ক্রিকেটের অভিভাবক সংস্থাটির।
‘বোর্ডের দায় খেলোয়াড়রা নিতে পারেন না’ -এমন ভাবনা থেকেই নেপালকে ওয়ানডে স্ট্যাটাস দিয়েছে আইসিসি।
এই প্রাপ্তিতে নেপাল ক্রিকেট অনেক এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন দলটির অধিনায়ক পরশ খাদকা, ‘যদি আমরা সঠিক ব্যবস্থাপনা পাই, আর সঠিক ঘরোয়া কাঠামো পাই, তবে আমরা এগিয়ে যেতে থাকবো। নেপাল ক্রিকেটের যাই ঘটুক না কেন, সবার আগে একটি ব্যবস্থাপনা দরকার।’