বেনাপোল সীমান্তে ১০ পিস সোনার বার উদ্ধার
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তে ভারতে পাচারের সময় ১০পিস সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)সদস্যরা। তবে এ সময় পাচারকারী চক্রের কোন সদস্যকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।
শুক্রবার সকালে বেনাপোলের সীমান্তবর্তী গ্রাম পুটখালীর একটি আমবাগান থেকে এ সোনার বারগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারতে সোনার একটি চালান পাচার হচ্ছে। এমন সংবাদে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্হিতি টের পেয়ে চোরাচালানীরা তাদের কাছে থাকা সোনার বার ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০ পিস(১কেজি ১৭০গ্রাম)সোনার বার উদ্ধার করা হয়।যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তারিকুল হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনার বার বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।