উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি দেশের জন্য বড় অর্জন
জাতির জনকের জন্মদিনে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি দেশের জন্য বড় অর্জন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে একধাপ অগ্রগতি— জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিতে শিশু সমাবেশে তিনি এ কথা বলেন।
সন্তানরা যেন বিপথে না যায়, তাদের খোঁজখবর নিতে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, শিশুদের ভবিষ্যত উজ্জ্বল করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনেই উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি দেশের জন্য বড় অর্জন। এই স্বীকৃতির পর বাংলাদেশ প্রতিবেশি অন্য দেশগুলোর সঙ্গে সমান তালে এগিয়ে যেতে পারবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, দেশে কোনো পথ শিশু থাকবে না প্রত্যেক নাগরিক অধিকার পাবে।
কোনো ছেলে-মেয়ে যেন বিপথে না যায় সেজন্য যুব সমাজ কোথায় যায়, কী করে তার খেয়াল রাখতে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।