বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের হাতের নাগালে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের হাতের নাগালে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর রোগীদের সেবায় ক্রিটিকেল কেয়ারের চিকিৎসকদের আরো সতর্ক হওয়ার ওপর জোড় দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরো বলেন, মানুষের দৌড়গড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর।
এছাড়া বেসরকারি মেডিকেল কলেজগুলোর শিক্ষার মানের দিকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রোবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সকালে জটিল রোগ নিয়ে চিকিৎসকদের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।
ওই সম্মেলনে চিকিৎসা সেবা মানুষের দৌড়গড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা আমরা জনগণের কাছে পৌঁছে দিয়েছি।
দেশের প্রত্যেক বিভাগে একটি করে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার কথা জানান প্রধানমন্ত্রী।
বিভিন্ন হাসপাতালে আইসিইউ বাড়ানোর হবে জানিয়ে দর্শণার্থীদের কারণে রোগীদের চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয় সেদিকে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এছাড়া বেসরকারি মেডিকেল কলেজগুলোর শিক্ষার মানের প্রতি বিশেষ দৃষ্টি দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসকদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে বিএনপি -জামাতের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল।