ভোটারবিহীন একতরফা নির্বাচনহতে দেয়া হবে না: রিজভী
সরকারের এমপি-মন্ত্রীরা ভোটারবিহীন একতরফা নির্বাচনের যে ঘোষণা দিচ্ছে-তা বাস্তবায়ন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।
রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতেই নির্বাচন নিয়ে এই নীলনকশা করছে বলেও সামলোচনা করেন তিনি।
রিজভী বলেন, জনগণই সরকারের সকল ষড়যন্ত্র ভেঙে গুঁড়িয়ে দেবে।
ক্ষমতাসীনরা প্রতিহিংসার রাজনীতি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান রিজভী।
বিএনপি নেত্রীকে ছাড়া কোনো নির্বাচনই এদেশের মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি।
বরিশালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে। জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি থেকে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়। সকাল ১১টায় কুমিল্লার কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সমাবেশ থেকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এছাড়াও খালেদা জিয়ার মুক্তির দাবিতে নওগাঁয় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।