শ্রীমঙ্গলে সার্বজনীন অর্থায়নে দূর্গা ও শিব মন্দির নির্মান সম্পন্ন
এ.কে.অলক মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দক্ষিন রুপসপুর সার্বজনীন দূর্গাবাড়িতে প্রতিষ্টা করা হয়েছে শিব মন্দির ও দূর্গা মন্দির।
সোমবার(১৯ মার্চ) দুপুরে বিভিন্ন ধর্মীয় পূর্জাচনার মধ্যদিয়ে শ্রীশ্রী শিবমন্দির ও মন্দিরের ভিতরে শ্রীশ্রী শিব বিগ্রহ প্রতিষ্টা করেন এ অঞ্চলের বিশিষ্ট ব্রাম্মনবৃন্দ। একই সাথে বিভিন্ন দেবদেবীর পূর্জাচনার মধ্যদিয়ে উদ্বোধন করা হয় শ্রীশ্রী দূর্গা মন্দির।
এ ছাড়াও, এ মাঙ্গলিক অনুষ্ঠানে উৎসর্গ কল্পে বিশেষ যজ্ঞানুষ্টান, ধর্মালোচনা, কীর্তন, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানাধির আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে আমন্ত্রন জানানো হয় অত্র অঞ্চলের হিন্দু ধর্মালম্বীদের।
দূর্গাবাড়ির সভাপতি বকুল পাল জানান, শ্রীমঙ্গল দক্ষিন রুপসপুরের এ সার্বজনীন দূর্গাবাড়িতে কয়েক বছর পূর্ব হতে দূর্গাপূজাসহ অনান্য পূর্জাচনা অনুষ্ঠিত হলেও তা হতো অস্থায়ী মন্দিরে। একাবাসী সার্বজনীন অর্থায়নে এ মন্দির দুটি প্রতিষ্টা করা হয়।