পিছিয়ে পড়া সমাজের নারী উন্নয়নের সংগঠন ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল এর সম্মেলন অনুষ্ঠিত
এ.কে.অলক মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্ধুত্ব ও সৌহার্দ্যরে মাধ্যমে পিছিয়ে পড়া নারী সমাজের উন্নয়নে কাজ করা সংগঠন ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল-এর দ্বি-বার্ষিক সম্মেলন ও আগামী অর্থ বছরের কর্ম পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে ডা: পুস্পিতা খাস্তগির এর সঞ্চালনায় ও রীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যদেন শিক্ষিকা দিল আফরোজ বেগম,
শাহিনা আক্তার লিপা, প্রীতি রায়, চা বিজ্ঞানী শেফালী বুর্নাজী, প্রধান শিক্ষক জবারাণী পাল, শুভ্রা দেব, ইসরাত জাহান, অনিমা কর দত্ত ও দীপ্তি চত্রবর্তী প্রমূখ।
আলোচনা সভা শেষে শিক্ষিকা রীতা দত্তকে সভাপতি ও দিল আফরোজ বেগম কে সাধারণ সম্পাদক করে সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়।
বিগত বছরে বেষ্ট পার্ফমকারী তিনজনকে পুরস্কার দেয়া হয়।
সভায় আগামী অর্থবছরে মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো বীরমাতাদের (বীরাঙ্গনা) সম্মাননা, গুনিজন ও মুক্তিযোদ্ধা সম্মাননা, গ্রামীণ জনপদে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বি হওয়ার পথ দেখানো ও তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করার সিন্ধান্ত নেয়া হয়।