প্রতিষ্ঠানের অবকাঠামো নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা শিক্ষার মান উন্নয়নে কাজ করুন : সাধন চন্দ্র মজুমদার এমপি
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
প্রতিষ্ঠানের অবকাঠামো নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা শিক্ষার মান উন্নয়নে কাজ করুন। শিক্ষার্থীদের কিভাবে ভালো ফলাফল করানো যায়, কিভাবে কলেজের উন্নত পরিবেশে শিক্ষা প্রদান করা যায় সে দিকে নজর দেন। প্রতিষ্ঠানের অবকাঠামো নিয়ে ম্যানেজিং কমিটি ভাববে। গতকাল বেলা ১০টায় নিয়ামতপুর বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স (১ম বর্ষ), ডিগ্রী পাস কোর্স শিক্ষার্থীদের নবীনবরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক মন্ডলীদের উদ্দেশ্যে ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নিয়ামতপুর বিশ্ববিদ্যালয় কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাধন চন্দ্র মজুমদার উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, পাঠ্যসূচীর পড়ালেখার পাশাপাশি নৈতিকতার শিক্ষা দিতে হবে। শৃংখলা মেনে চলতে হবে প্রত্যেক ছাত্র/ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকাদের। কলেজের নিয়ম শৃংখলা মেনে চলতে হবে। যথা সময়ে কলেজে উপস্থিত ও ত্যাগ করতে হবে।
অত্র কলেজের উপাধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও নিয়ামতপুর উপজেলার কৃতি সন্তান ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক, উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, অফিসার ইন চার্জ (ওসি তদন্ত) নাজমূল হক, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আবেদ হোসেন মিলন।
নিয়ামতপুর বিশবদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজী বিভাগ) আহসান হাবীব ও প্রভাষক (ভূগোল) ফয়সাল আলমের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম, অত্র কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগে সহ-সভাপতি মাহবুব হোসেন, সহকারী অধ্যাপক রোকসানা মমতাজ, সেফালী বেগম, মালেকা বেগম, সাদিকুর রহমান, আইজুল হক, মোহসিন রেজা, নজরুল ইসলাম (ইংরজী), নজরুল ইসলাম (কম্পিউটার), নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ঝর্ণা বেগম, বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক প্রমুখ।
পূর্বে একই মঞ্চে ছাত্রলীগের উদ্যোগে ক্লাস রুটিন বিতরণ উদ্বোধন করা হয়।