জাতিসংঘের স্বীকৃতির পর জার্মান সংস্থার এ রিপোর্ট প্রকাশ কেন?
জাতিসংঘ যখন বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতার স্বীকৃতি দিয়েছে ঠিক সেই মুহূর্তেই জার্মান প্রতিবেদনটির প্রকাশ সন্দেহজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রোববার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের তিনটি বাস সার্ভিসের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অন্যতম একটি উদাহরণ জার্মান সংস্থার রিপোর্ট।
এ সময় যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না তারাই গণহত্যা দিবস পালন করে না বলে অভিমত ব্যক্ত করেন কাদের।
তিনি আরো বলেন, যারা সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তারা পাকিস্তানের দোসর ও বন্ধু।
স্বৈরাচারী শাসক হিসেবে হুসেইন মুহাম্মদ এরশাদের ক্ষমতা গ্রহণের দিনেই তার দলের সমাবেশের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নিবন্ধিত দল হিসেবেই তারা সমাবেশ করেছে।