ফেনীর ফুলগাজী পুরশুরামে মুহুরি নদীর বাঁধ ভেঙ্গে কয়েক গ্রাম প্লাবিত-জেলা প্রশাসক'র ত্রান সামগ্রী বিতরণ।
ফেনী জেলা প্রতিনিধিঃ
ক্রমাগত বৃষ্টি ও পাহাড়ি পানির প্রভাবে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতি পরিদর্শন জেলা প্রশাসক, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ।
গত কয়েকদিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে গত কাল মঙ্গলবার রাত ১১.৩০ টায় ফুলগাজীর সদর ইউনিয়নের উত্তর বরইয়া মোকছেদ মিয়ার বাড়ী, উত্তর দৌলতপুর আব্দুর রহিমের বাড়ীর দুই পাশে, উত্তর দৌলতপুর নাপিত কোনা, ও একই গ্রামের বাহার মিয়া জামে মসজিদের পশ্চিম পাশে এবং জালাল আহম্মদের বাড়ির পাশে মোট ৭টি স্থানে মুহুরি নদীর বাঁধ ভেঙ্গে ৪টি গ্রাম তলিয়ে যায়, গ্রামগুলো হলো বনিক পাড়া উত্তর বড়ইয়া, দক্ষিন বরইয়া, উত্তর দৌলত পুর ও দক্ষিন দৌলত পুর গ্রাম এতে গবাদিপশু, পুকুরের মাছ, ঘরবাড়ী, আসবাপত্র, ধানচাউল মিলিয়ে প্রায় ২ কোটি টাকার সম্পদ ক্ষয়-ক্ষতি হয়েছে।
উক্ত বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা, সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।
বানভাসি মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন " প্রতিবারের মত বন্যায় আমাদেরকে ত্রাণ দিয়ে ঠাট্টা করার ছেয়ে নদীর টেকসই বাঁধ নির্মাণ করেন তাহলে আমাদের উপকার হবে "