দুপুরের পর বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ২০ জন স্বজন।
বেগম খালেদা জিয়া কারাগারে থাকায় জনগণ আজ বিষাদ নিয়ে ঈদ পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১৬ জুন) সকালে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে এ কথা বলেন তিনি। পরে কারাগারে বেগম জিয়ার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা দেখা করতে যান। তবে পুলিশের বাধার কারণে জেলগেটে যেতে পারেন নি তারা। দুপুরের পর বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ২০ জন স্বজন।
শনিবার সকালে ঈদের নামাজ শেষে বিএনপির নেতা কর্মীরা মিছিল নিয়ে হাজির হয় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে।
তার সমাধিতে ফুল দিয়ে দোয়া ও ফাতেহা পাঠ করেন দলের শীর্ষ নেতারা। এসময় সাংবাদিকদের কাছে মীর্জা ফখরুল দাবি করেন, সরকার বেআইনিভাবে বেগম জিয়াকে আটক করে রেখেছে।
পরে দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে পুরান ঢাকার কারাগারে যান বিএনপি নেতারা। তবে কারাগারের মূল ফটকের আগেই পুলিশ তাদের আটকে দেয়।
কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, অনুমতি না থাকায় দেখা করতে দেওয়া হয়নি বিএনপি নেতাদের।