র্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর কর্তৃক
গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন শফিপুর কুনিয়া সাকিনস্থ তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ এর বিপরীতে আনোয়ার ইস্পাত ফ্যাক্টরীর দক্ষিন পার্শ্বে কাঁচা রাস্তার উপর ১০ (দশ) বোতল ফেন্সিডিলসহ ০১ (এক) জন আসামী হাতেনাতে গ্রেফতার।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র্যাপিড এ্যা কশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই অবৈধ অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন সদস্যদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে।
২। ইং ১৬ জুন ২০১৮ তারিখ অনুমান ১২.৩৫ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন শফিপুর কুনিয়া সাকিনস্থ তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ এর বিপরীতে আনোয়ার ইস্পাত ফ্যাক্টরীর দক্ষিন পার্শ্বে কাঁচা রাস্তার উপর ফেন্সিডিল ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ মহিউল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন শফিপুর কুনিয়া সাকিনস্থ তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ এর বিপরীতে আনোয়ার ইস্পাত ফ্যাক্টরীর দক্ষিন পার্শ্বে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আসামী ১। মোঃ আবুল হাকিম (৪২) পিতা-মৃত হযরত আলী চৌকিদার, সাং-চান্দুনী, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুরকে হাতে নাতে গ্রেফতার করা হয় এবং অপর আসামী মোঃ মামুন (৩৬), পিতা-আজ্ঞাত, সাং-ঝাজর, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর পালিয়ে যায়। ধৃত আসামীর দেহ তল্লাশী করিয়া তার নিকট হইতে ১০ (দশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলা ও এর আশপাশ এলাকা হইতে ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে। সে অবৈধভাবে ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৩। গ্রেফতারকৃত আসামী ও আলামত জয়দেবপুর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪।বিষয়টি আপনাদের পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হলো।