বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।
রোববার (১৭ জুন) দুপুরে সময় সংবাদকে তিনি একথা জানান। যেসব পয়েন্টে বিপদ সীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া বলেন, ‘আজকে ভারতীয় অংশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকাংশে কমে গেছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের মোট ৯টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে যাচ্ছে। তবে, বৃষ্টিপাত কমে যাওয়ায় পানি কমছে। আশা করা যায় ২৪-৪৮ ঘণ্টায় এই পয়েন্টগুলোয় পানি বিপদসীমার নিচে নেমে স্বাভাবিক অবস্থায় চলে আসবে।’