জাতীয় ঐক্য নিয়ে আশাবাদী বিএনপি
নির্বাচনকে ঘিরে বারবার জাতীয় ঐক্যের কথা বললেও বাস্তবে তার কোনো কাঠামো গড়ে তুলতে পারেনি বিএনপি। তবে এ ব্যাপারে আশাবাদী দলের নেতারা।রাজনীতি বিশ্লেষকরা বলছেন, সাংগঠনিক দুর্বলতার কারণে বিএনপি এখন পর্যন্ত অবস্থান পরিস্কার করতে পারেনি। তাছাড়া ঐক্যের প্রশ্নে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি থাকায় এর সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।
হলি আর্টিজানের জঙ্গি হামলার পর সন্ত্রাসবিরোধী ইস্যুতে ২০১৬ সালের ৩রা জুলাই ও রোহিঙ্গা ইস্যুতে ২০১৭ এর ৩১ শে অক্টোবরে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দেন বেগম জিয়া।
এছাড়া বিভিন্ন সময়ে ঐক্যের কথা বললেও এবছরের ৩রা ফেব্রুয়ারি গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগ জোটকে বাইরে রেখেই জাতীয় ঐক্যের ডাক দেন তিনি।
জাতীয় ঐক্যের বিষয়ে বিভিন্ন সভা সমাবেশে বিএনপির সিনিয়র নেতাদেরও সরব থাকতে দেখা যায়। তবে জাতীয় ঐক্যে কোন দল থাকবে, রূপরেখা কি হবে তা এখনো স্পষ্ট নয়।
ভোটাধিকার রক্ষা, জনগণের সরকার প্রতিষ্ঠা ও সংগঠন করার অধিকারের বিষয়ে ঐক্যের যৌক্তিকতা রয়েছে বলে মনে করেন বিএনপির মহাসচিব।