অক্টোবরে গঠিত হতে পারে নির্বাচনকালীন সরকার: কাদের
অক্টোবরে নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে—এ কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভারর আকার ছোট হবে।
নির্বাচনকালীন সরকার অক্টোবরের দিকে গঠিত হতে পারে বলেও জানান তিনি।
বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কাদের বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকালীন সরকার দায়িত্ব গ্রহণ করবে। নির্বাচনকালীন সরকার বলতে নতুন কোনো সরকার গঠিত হবে না। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব নেবে। তবে নির্বাচনকালীন সরকারের আকার এতো ঢাউস হবে না।
কাদের বলেন, মন্ত্রিপরিষদের আকার ছোট হবে— তবে এ বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ারে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেবেন।
সেই সরকার শুধু রুটিন কাজ করবে— মন্ত্রীরা কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না বলে জানান তিনি।
বিএনপ নেতা মওদুদ আহমদ অবরুদ্ধ ছিলেন না— তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন, নির্বাচনী প্রচারণা করেছেন শুধু আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিরাপত্তা দেয়নি—এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, পায়ের নিচ থেকে মাটি সরে গেছে বিএনপির—তাই অযথাই সরকারকে দোষারোপ করছেন তারা।
ক্ষমতায় থাকাকালীন নিজ এলাকায় কোনো কাজ করেননি মওদদু—নিজের বাড়ির সামনের রাস্তাও আওয়ামী লীগের নির্মাণ করেছে—এ কথা উল্লেখ করে কাদের বলেন, মওদুদ নিজ আসনে ভোট পাবেন কিনা সন্দেহ আছে।
জাতীয় নির্বাচনে বিএনপি না এলেও যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে—অন্যান্য রাজনৈতিক দল অংশ নেবে—আওয়ামী লীগ এক তরফা নির্বাচন করবে না জানান কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, যাচাই বাছাই করে ছাত্রলীগের কমিটি গঠন করা হবে— কাজ চলছে শিগগিরই ঘোষণা আসবে।