লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণ: আহত ৫
লন্ডনের পাতাল রেলস্টেশনে মঙ্গলবার ‘ছোট ধরনের বিস্ফোরণে’ পাঁচ জন সামান্য আহত হয়েছে। ব্রিটিশ পুলিশ একথা জানিয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানিয়েছে, তাদেরকে ফোন করে নর্থ লন্ডনের সাউথগেইট স্টেশনে একটি বিস্ফোরণের কথা জানানো হয়েছে। খবর পেয়েই জরুরি সংস্থার কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছে এবং স্টেশনটি বন্ধ করে দেয়া হয়েছে।
ব্রিটিশ পরিবহন পুলিশ টুইট বার্তায় জানায়, ‘এটা জঙ্গি হামলা নয় বলেই আমাদের ধারণা।’ পরে স্টকল্যান্ড ইয়ার্ড জানায়, মনে হচ্ছে ‘ব্যাটারি শর্ট সার্কিট’ থেকেই এটা হয়েছে।
লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিন জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। তারা সামান্য আহত হয়েছে।
যাত্রীরা টুইট বার্তায় জানায়, ঘটনার পরপর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্র: দি টেলিগ্রাফ