হাতীবান্ধায় ভুয়া কাবিন নামার দায়ে কাজী জেল-হাজতে
লালমনিরহাট প্রতিনিধি 4TV
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের বিবাহ রেজিস্টার (কাজী) জাহাঙ্গীর হোসেন ভুয়া কাবিন নামা তৈরীর দায়ে আটক হয়েছে। ভুয়া কাবিন নামা তৈরীর একটি মামলায় বুধবার বিকালে লালমনিরহাট চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে জামিন নিতে গেলে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন আদালত। কাজী জাহাঙ্গীর হাতীবান্ধা রেল স্টেশন এলাকার কাজী জালাল হোসেনের পুত্র বলে জানা গেছে।
মামলা সুত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ আগষ্ট হাতীবান্ধা উপজেলার কেতকী বাড়ী এলাকার মিন্টু মিয়ার পুত্র উলাদ হোসেনের সাথে পশ্চিম বেজগ্রাম এলাকার তমিছ উদ্দিনের কন্যা তহমিনা খাতুনের বিয়ে হয়। ওই বিয়েতে ৫০ হাজার টাকা দেন মোহর করা হয়েছে। বিয়েটি রেজিস্ট্রি করেন সিঙ্গিমারী ইউনিয়নের কাজী জাহাঙ্গীর হোসেন। কিছুদিন পর উলাদ-তহমিনার সংসার জীবনে দ্বন্দ্ব দেখা দেয়। পরে তহমিনা খাতুন ওই বিয়ের কাবিন নামায় ৫০ হাজার টাকার স্থলে ২ লক্ষ ৪৯ হাজার টাকা রয়েছে উল্লেখ্য করে আদালতে মামলা করেন। ওই মামলা জামিনে বের হয়ে এসে উলাদ হোসেন ভুয়া কাবিনা নাম তৈরীর অভিযোগে কাজী জাহাঙ্গীর হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই মামলায় বুধবার লালমনিরহাট চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে জামিন নিতে যায় কাজী জাহাঙ্গীর হোসেন। এ সময় ওই আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে কাজী জাহাঙ্গীর হোসেনকে জেল হাজতে প্রেরণ করেন।
মামলার বাদী উলাদ হোসেনের আইনজীবি রফিকুল ইসলাম অপু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।