বর্তমানে দেশে শাসন ব্যবস্থা নেই ॥ জামালপুর জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশে এড. মামুন
মিঠু আহমেদ জামালপুর জামালপুর প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে জামালপুর জেলা বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার সকালে বিএনপি’র কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী, আনিছুর রহমান বিপ্লব, লোকমান আহমেদ খান লোটন, খন্দকার আহছানুজ্জামান রুমেল, শফিউর রহমান শফি, রুহুল আমিন মিলন, মাঈনউদ্দিন বাবুল, জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা সাজ্জাদ হোসেন পল্টন, শ্রমিক দল নেতা শেখ মোঃ আব্দুস সোবাহান, মিজানুর রহমান মিজান, ছাত্র নেতা শফিকুল ইসলাম খান সজিব, কৃষকদল নেতা মশিউর রহমান বাবুল, জিয়া পরিষদ শামীম মাষ্টার, ওলামা দলের নেতা আব্দুর রহিম রাশেদী, মৎসজীবীদল নেতা আব্দুল হালিম প্রমুখ। সমাবেশের সঞ্চালনায় ছিলেন, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মোঃ গোলাম রব্বানী। সমাবেশে সভাপতির বক্তব্যে এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, বর্তমানে দেশে শাসন ব্যবস্থা নেই। শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের সরকার মুক্তি দিলেও তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার কারাগারে বন্দী করে রেখেছে। তার চিকিৎসায় ব্যাঘাত সৃষ্টি করছে সরকার। দ্রুত তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না হলে কেন্দ্রীয় কর্মসূচীর মাধ্যমে সারাদেশে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।
ক্যাপশন : জামালপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।