নড়াইলে ৩০ মণ আম জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
এস এম আলমগীর কবির নিজস্ব প্রতিবেদক 4TV
নড়াইলের আফরা গ্রামে কেমিক্যাল মিশ্রিত ৩০ মণ আম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২২ জুন) বেলা ১১টার দিকে এ আম জব্দ করা হয়। এ সময় আম ব্যবসায়ী মালেক ফারাজী (৪০) ও সোহরাব মোল্যাকে (৬০) ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা ইউএনও সালমা সেলিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামের আম ব্যবসায়ী মালেক ফারাজীর বাড়িতে অভিযান চালিয়ে কেমিক্যাল মিশ্রিত ৩০ মণ আম জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করার অপরাধে দুই আম ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত আম ও এক বোতল কেমিক্যাল জনসম্মুখে ধ্বংস করা হয়। #