যুবলীগের অফিসের বোমা হামলা ও ছুরিকাঘাত যুবলীগ নেতা নিহত
মীর ফারুক যশোর জেলা প্রতিনিধি 4TV
যশোর আওয়ামীলীগের চরম গৃহবিবাদ ও লবিং-গ্রুপিং কারনে ফের জীবন দিতে হলো আরাফাত মুন্নাফ লিটন নামে যুবলীগ নেতাকে।
নিহত আরাফাত মুন্নাফ লিটন যশোর শহর যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ছিলেন।এ ঘটনায় যশোর শহরে চরম উত্তেজনা বিরাজ করছে।
এই ঘটনায় রমজান নামে একজন বাদী হয়ে যশোর সদর থানায় একটি হত্যা মামরা দায়ের করেছে,মামলা নং ৯২,
ঘটনা সাথে জড়িত এমন অভিযোগে আবুল কাশেম ও সোহরাব হোসেন নামে ২ ভাইকে আটক করেছে পুলিশ,আটক আবুল কাশেম ও সোহরাব হোসেন চাচড়া মধ্য পাড়া এলাকার মুনাজাত হোসেন এর ছেলে।
স্থানীয়সুত্রে জানা যায়,শুত্রুবার রাতে যশোর সেন্টাল ঘোপ রোডস্থ যুবলীগের অফিসে বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলো লিটন, এসময় এক দল দুর্বৃত্ত তার উপর হামলা করে উপর্যপুরি ছুরিকাঘাত ও বোমা হামলা করে পালিয়ে যায়।স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়,যশোর সদর হাসপাতালে তার অবস্থা অবনতি হওয়া উন্নত চিকিংসার জন্য লিটকে ঢাকায় পাঠানো হয়,পথিমধ্যে তার মৃত্য হয় বলে জানা যায়।
যশোর সদর থানার (ওসি) আজমত হুদা হত্যা ঘটনা নিশ্চিত করেন,তিনি বলেন ঘটনার পর পুলিশ সর্তক অবস্থায় রয়েছে,এবং ঘটনা সাথে জড়িত ২ জনকে আটক করেছি,এই ঘটনার সাথে জড়িক কাউকে ছাড় দেওয়া হবে না,