‘শেষমুহূর্তে নির্বাচন বানচাল করতে পারে আ.লীগ’
নিরপেক্ষ সরকারের অধীনেই দেশে জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে শেষমুহূর্তে নির্বাচন বানচাল করতে পারে আওয়ামী লীগ। শনিবার (২৩ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মওদুদ বলেন, বাকি তিন সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা, তা নির্ভর করছে গাজীপুরের নির্বাচনের ওপর।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সরকার ভিত্তিহীন মামলা তাকে (বেগম খালেদা জিয়া) সাজা দিয়েছেন। আদালত নিম্ন আদালত এখন সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের অধীনে চলে গেছে। আমরা সবাই সেটা জানি। হাইকোর্ট ম্যাজিস্ট্রেটকে বললেন, ওনার জামিনের আবেদনগুলো খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করে দাও। সেই ম্যাজিস্ট্রেট হাইকোর্টকে অবমাননা করে জামিনের আবেদন শুনেছেন ঠিকই, কিন্তু আদেশ দেবেন ৭ জুলাই। আদালত অবমাননা এর চেয়ে আর কী হতে পারে। কেন ম্যাজিস্ট্রেট হাইকোর্টকে অবজ্ঞা করে? কেন সুপ্রিম কোর্টের মান-সম্মানকে নষ্ট করছে, কেননা তারা এখন নির্বাহী বিভাগের আদেশ মানে।