চরম দুর্ভোগে পড়েন রোগীরা বিল বকেয়া থাকায় হাসপাতালের বিদ্যুৎ বিচ্ছিন্ন!
এক কোটি টাকার বেশি বিদ্যুৎ বিল পরিশোধ না করায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দুই ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগে পড়েন রোগীরা।বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বারবার নোটিশ দেয়ার পরও এক কোটি ২৪ লাখ টাকা বকেয়া বিল পরিশোধ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এ কারণে শনিবার (২৩ জুন) সকাল ১০টায় হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আগামী দু’দিনের মধ্যে বিল পরিশোধের আশ্বাস দেয়ায় বেলা ১২টায় পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। পরে হাসপাতালে কার্যক্রম স্বাভাবিক হয়।
টাঙ্গাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহাদাত আলী বলেন, ‘হাসপাতালে ১৫ লাখ টাকার বাজেট আছে, সেটা দেবে। আর সোমবার (২৪ জুন) তারা সেই টাকার ব্যবস্থা করবে। তাদের লিখিত প্রস্তাবের ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।’