শেষ মিনিটের গোলে জার্মানির কাছে সুইডেন কুপোকাৎ
বাঁচা-মরার লড়াইয়ের সমীকরণ উতরে গেল জার্মানি। শেষ মিনিটে সুইডিশদের ‘ক্রুশবিদ্ধ’ করলেন টনি ক্রস। তার ও মার্কো রয়েসের গোলে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
সোচির ফিশট স্টেডিয়ামে খেলতে নামে জার্মানি। শুরুতেই সুইডেনের ওপর হামলে পড়েন জার্মানরা। দাগাতে থাকেন একের পর এক আক্রমণ। তাই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। ৩২ মিনিটে পাল্টা আক্রমণে গোল খেয়ে বসে তারা। ভিক্টর ক্লাসেনের থ্রু থেকে গোল করে সুইডেনকে এগিয়ে দেন ওলা তোইভোনে।এগিয়ে গিয়ে উজ্জীবিত হয়ে ওঠেন সুইডিশরা। উপহার দেন ছন্দময় ফুটবল। পরক্ষণে বেশ কটি সুযোগও পান তারা। তবে তা কাজে লাগাতে পারেননি।শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইডেন।
তবে বিরতির পর সেই সুখস্মৃতি থাকেনি সুইডিশদের। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করেন তারা।৪৮ মিনিটে নিশানাভেদ করেন মার্কো রয়েস। অ্যাসিস্ট ছিল মারিও গোমেজের। এর সুবাদে সমতায় ফেরে জার্মানি।
এরপর অ্যাটাক কাউন্টার অ্যাটাকে জমে ওঠে খেলা। কেউ কাউকে নাহি ছাড় দিতে চায়-এ নীতিতে এগিয়ে চলে ম্যাচ। ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে ড্র ছিল। স্বাভাবিকভাবেই ম্যাচ সমতায় শেষ হবে- এ ভেবে নিজ আসন ছেড়ে বাসা ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন দর্শকরা।
তবে নাটকের তখনো বাকি ছিল। ৯৫ মিনিটে ডি বক্সের সামান্য বাইরে ফ্রি কিক পায় জার্মানি। তা থেকে দুর্দান্ত গোল করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের অবিস্মরণীয় জয় এনে দেন ক্রুস। তাকে থাকে রয়েসের অ্যাসিস্ট।
এ জয়ে বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকল জার্মানির। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে দলটি। ড্র হলেও সম্ভাবনা থাকবে। অন্যদিকে শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জিততেই হবে সুইডেনকে।