স্ত্রী হত্যা মামলায় মেহেরপুরে দু’জনের যাবজ্জীবন কারাদন্ড
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধি 4TV
মেহেরপুরে একটি হত্যা মামলায় মজিবর রহমান (৪৫) ও সুষমা (৪০) নামের দুই জনকে যাবজ্জীবন তথা আমৃত্যু সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ আদেশ দেন। একই সঙ্গে উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। আদেশ ঘোষনা সময় মজিবর রহমান আদালতে উপস্থিত ছিলেন তবে সুষমা পলাতক ছিলেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৯ জুলাই রাতে পরকিয়া প্রেমের জের ধরে মজিবর রহমান ও সুষমা একত্রিত হয়ে মজিবরের বাড়ির পাশের একটি বাঁশ বাগানে তাঁর স্ত্রী বিলকিস খাতুনকে শ্বাসরোধ ও খুচিয়ে হত্যা করে। খবর পেয়ে মুজিবনগর থানার পুলিশ পরদিন সকালে লাশ উদ্ধার করে। পরে বিলকিস খাতুনের ভাই আরশাদ আলী বাদি হয়ে মজিবর রহমান ও সুষমাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষ করে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। সাক্ষীদের সাক্ষ্য ও মামলা নথি পর্যালোচনা করে আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান সোমবার তাদের বিরদ্ধে এই আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়িত্ব পালন করেন।