বকশীগঞ্জে চাকুরী মেলা অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি 4TV :
জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় বেকার যুবক-যুবতীদের কর্মমুখি করতে এবং বেকার জনগোষ্ঠিকে উৎসাহিত করার লক্ষ্যে চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে ২৫ জুন সোমবার দিনব্যাপি ওই মেলা অনুষ্ঠিত হয়।
বেকারদেরকে আয়বর্ধক কাজের প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টির করার জন্যই এই মেলার আয়োজন করা হয়।
সকালে উপজেলা চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন ইউএনও আবু হাসান সিদ্দিক।
এ সময় বকশীগঞ্জ থানার অফিসার ইনাচর্জ (ওসি) মো. আসলাম হোসেন, উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের বকশীগঞ্জ উপজেলা সমন্বয়কারী জোৎস্না বেগম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী, রি-কল প্রকল্পের সিবিও সদস্য , বিভিন্ন আয়বর্ধক কর্মসংস্থানের উপর প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক ও যুবতীরা উপস্থিত ছিলেন। পরে ১০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার জনগোষ্ঠিকে নিয়ে কাজ করেন এমন ১০ টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেলায় ১০ টি স্টল বসানো হয়।