সড়ক দুর্ঘটনা রোধে চালক-হেলপারের প্রশিক্ষণের নির্দেশ: প্রধানমন্ত্রী
সড়ক দুর্ঘটনা বন্ধে যানবাহন চালক-হেলপারের প্রশিক্ষণ, দূরপাল্লার বাসে চালকের বিশ্রামের ব্যবস্থা, বিকল্প চালক, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং রাস্তা পারাপারসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেন তিবৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
চালক ও হেলপারদের (সহকারী) প্রশিক্ষণ প্রদান করতে হবে। দূরপাল্লার বাসযাত্রায় বিকল্প চালক রাখতে হবে। এক্ষেত্রে পাঁচ ঘণ্টা পর পর চালক পরিবর্তন করতে হবে। চালক ও যাত্রীদের সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করতে হবে। চালকদের জন্য মহাসড়কের পাশে বিশ্রামাগার রাখতে হবে। এবং অবশ্যই সিগন্যাল মেনে চলতে হবে।
বিকল্প চালকের ব্যবস্থা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত নিয়ম হচ্ছে, দূরের যাত্রায় একজন চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এসব নির্দেশনা কার্যকরের বিষয়টি তদারকি করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, ঈদের পর বেশ কিছু সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে প্রাণহানির ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
সচিব আরো জানান, নিবন্ধন ছাড়া সার উৎপাদন, বিতরণ, বিপণন এবং আমদানি করলে আগের ছয় মাসের সাজা বাড়িয়ে দুই বছর করার বিধান করে সার ব্যবস্থাপনা আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
পাশাপাশি এই আইন ভঙ্গের জরিমানা ৩০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৫ লাখ টাকা করা হয়েছে।
এছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮'র খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।