গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শীর্ষ ষোলোতে উরুগুয়ে
শীর্ষ ষোলো নিশ্চিত হয়েছিলো আগেই। তাই লড়াইটা ছিলো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। যে লড়াইয়ে জয় হলো উরুগুয়ের। নিজেদের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় তুলে নেয়া স্বাগতিক রাশিয়া এদিন ৩-০ গোলে হারলো উরুগুয়ের কাছে।গোলের দেখা পেতে খুব বেশি দেরি করতে হয়নি উরুগুয়েকে। ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। রাশিয়ার হয়ে আসরের সর্বোচ্চ গোলদাতা ডেনিশ চেরিশেভের পা থেকে এদিনও গোল এসেছে, তবে এবার নিজের জালেই বল জড়িয়েছেন তিনি।। ২৩ মিনিটে চেরিশেভের আত্মঘাতী গোলে ২-০ তে পিছিয়ে যায় রাশিয়া। ৩৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইগর স্মলনিকভ।
২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ১০ জনের রাশিয়া। প্রথমার্ধের মতো বিরতির পরেও আধিপত্য ছিলো উরুগুয়েরই। বেশ কিছু ভালো সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়াতে পারতো। তারকাদের গোল পাওয়ার মহড়ায় বাদ থাকলেন না এডিনসন কাভানি। ৯০ মিনিটে গোল করে চলতি আসরে গোলের খাতা খুলেন তিনি। উরুগুয়ে এগিয়ে যায় ৩-০ গোলে।
শীর্ষ ষোলোর লড়াইয়ে এই দুই দলের দেখা হয়ে যেতে পারে 'বি' গ্রুপের স্পেন অথবা পর্তুগালের সঙ্গে।