সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মুত্য
আব্দুস সাত্তার,আশুলিয়া-সাভার
সাভারের আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত কল্যান সরকার হৃদয় নামের বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী’র চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এর আগে গেলো বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন সন্দীপ এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হলে কল্যান সরকারকে আংশকাজনক অবস্থায় প্রথমে সুপার ক্লিনিক এবং পরবর্তীতে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থী কল্যান সরকারের পিতা রতন সরকার জানান, রাতে সন্দীপ বাজারে বাজার করতে গেলে জনৈক কুদ্দুস, রনি, নজরুল ও তার সহযোগীরা কল্যান সরকারকে তার এক বন্ধুসহ আটক করে বেধড়ক পিটুনি দেয়। একপর্যায়ে তারা তাদের দু’জনের কাছ থেকে বন্ড সই (সাদা কাগজে স্বাক্ষর) নিয়ে রাস্তায় ফেলে যায়। স্থানীয়দের সহায়তায় আশংকাজনক অবস্থায় হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টটে রাখা হলে আজ সকালে তার মৃত্যু হয়। তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে প্রেরন করে।
এ ঘটনায় নিহতের মা রীতা রানী বিশ্বাস বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আবদুল সালাম জানান, আশুলিয়া থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি অভিযুক্তে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত কল্যান সরকার হৃদয় সাভার বিশ্ববিদ্যালয়ের ইংরেজী (সম্মান) প্রথম বর্ষর শিক্ষার্থী ছিল। সে তার বাবা-মায়ের সাথে ডেইরী ফার্ম এলাকায় বসবাস করতো।