আগামীকাল বুধবার পাস হচ্ছে অর্থবিল আর বৃহস্পতিবার বাজেট পাস হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তিনি এসব তথ্য জানান
তবে বাজেটে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হচ্ছে না— তরুণদের জন্য আর্কষণ থাকবে আইসিটি খাতে বলে জানান মন্ত্রী।
এবার নির্ধারিত সময়ের দুদিন আগেই ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পাস করতে যাচ্ছে সরকার—এ কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তারিখ পরিবর্তনের বিশেষ কোনো কারণ নেই।
পরিবর্তিত সময় অনুযায়ী ২৭ জুন বুধবার জাতীয় সংসদে পাস হবে অর্থবিল আর বৃহস্পতিবার পাস হচ্ছে আসছে অর্থ বছরের বাজেট।
অর্থমন্ত্রী জানান ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে সবচেয়ে আলোচিত করপোরেট ট্যাক্স কিংবা করমুক্ত আয়সীমার মতো বিষয়গুলোতে পরিবর্তন আসছে না তবে মোবাইল ও ইন্টারনেট সেবার বিষয়ে তরুণদের জন্য আকর্ষণীয় বিষয় থাকবে।
বুধবারের বাজেট অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা— এরপর কথা বলবেন অর্থমন্ত্রী।